৩৩ নম্বর নিয়েই আক্ষেপ পূজার

নিজস্ব প্রতিবেদক ● মধুমন্তি মজুমদার (পূজা)। চাঁদপুরের চন্দ্রকান্তি জেলার পুরাণবাজার ডিগ্রি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু গোল বেঁধেছে তার ইংরেজি বিষয়ের নম্বর নিয়ে। সব বিষয়ে ভালো নম্বর পেলেও প্রিয় বিষয় ইংরেজি প্রথম পত্রে পায় মাত্র ৩৩ নম্বর তবে ইংরেজি দ্বিতীয় পত্রে তিনি ৮০ পান।

পূজার ইচ্ছা ছিল, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়া। কিন্তু এইচএসসিতে মাত্র ৩৩ মার্ক তার স্বপ্নপূরণে অনেকটা বাধা হয়ে দাঁড়ায়। তবে পূজা সবাইকে কথা দিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়বেনই। পূজা তার কথা রেখেছেন। গত সোমবার ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায়, পূজা ইংরেজিতে ২৫-এ ২১ নম্বর পেয়ে মেধাতালিকায় স্থান করে নিয়েছেন।

ওই দিন ফল প্রকাশের পরপরই পুরাণবাজার ডিগ্রি কলেজের সভাপতি ও স্থানীয় এমপি ডা. দীপু মনি এমপির সঙ্গে পূজার একটি ছবি ফেসবুকে পোস্ট করেন কলেজের অধ্যক্ষ রতন মজুমদার।

এতে তিনি লিখেন, ‘…ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্য পড়বে। নিজেকে তৈরিও করেছিল সেভাবে। কিন্তু এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষকের খামখেয়ালিপনা তাকে বিপর্যস্ত করে ফেলে। ইংরেজি দ্বিতীয় পত্রে ৮০, প্রথম পত্রে ৩৩ নম্বর। কী পরিমাণ আন্ডারমার্কিং হলে এমনটা হতে পারে, আমার বোধগম্য নয়। যেহেতু রি-এক্সামিনের কোনো সুযোগ নেই, তাই পরীক্ষকের খামখেয়ালিপনার কাছে তাকে হার মানতে হলো। সেদিনই সে বলেছিল, এর জবাব আমি দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে। সে তা-ই করে দেখাল।’

কথা হয় পূজার সঙ্গে। তিনি বলেন, ‘আমি বরাবরই ইংরেজিসহ বিভিম্ন বিষয়ে ভালো ফল করেছি। এখন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে খুশি। তবে দুঃখ একটাই- মার্কশিটে ইংরেজি প্রথম পত্রে পরীক্ষা ভালো দিয়েও মাত্র ৩৩ নম্বরটি থেকে যাচ্ছে।’

The post ৩৩ নম্বর নিয়েই আক্ষেপ পূজার appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xHN0Hy

September 28, 2017 at 04:22PM
28 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top