কুলদীপের হ্যাটট্রিকে সিরিজে ২-০ তে এগোলো ভারত

কলকাতা, ২১ সেপ্টেম্বরঃ ইডেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে অসি বাহিনীকে ৫০ রানে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। এনিয়ে টানা ২টি একদিনের ম্যাচ জিতল ভারত। আজকের লক্ষ্য ছিল ২৫৩। জবাবে ব্যাট করতে নেমে ২০২ রানে গুটিয়ে যায় অসি বাহিনী। ইডেনের স্পোর্টিং উইকেটে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচের লড়াইটা ছিল বেশ টানাটান। কুলদীপ যাদবের হ্যাটট্রিকে ম্যাচের মজা দ্বিগুণ করে দিল।

ভারতের এই জয়ে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের অবদানও যথেষ্টই। অধিনায়ক বিরাট কোহলি (৯২) ও অজিঙ্কা রাহানে (৫৫) যেমন দলের সম্মানজনক স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছেন। তেমনই বল হাতে অবদান থাকল কুলদীপ যাদব (৩/৫৪), ভুবনেশ্বর কুমার (৩/৯), যুজবেন্দ্র চাহাল (২/৩৪) ও হার্দিক পাণ্ডিয়ার (২/৫৬)। হ্যাটট্রিক করলেন চায়নাম্যান কুলদীপ। পরপর তিন বলে ফিরিয়ে দিলেন ম্যাথু ওয়েড (২), অ্যাশটন আগর (০) ও প্যাট কামিন্সকে (০)। কপিলদেব এবং চেতন শর্মার পর তৃতীয় ভারতীয় হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করলেন কুলদীপ।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক বিরাট কোহলি। মোটামুটি একটি সম্মানজনক স্কোরলাইন দাঁড় করায় ভারত। এরপর ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের কাছে মুখ থুবড়ে পড়ে অসি বাহিনী। শুরুটা ভালো করতে পারেনি। শুরুতেই ভুবনেশ্বর কুমারের নেওয়া ২টি উইকেট জোর ধাক্কা দেয় অস্ট্রেলিয়াকে। শুরুতেই ফিরে যান অসি ওপেনার ডেভিড ওয়ার্নার (১) এবং হিলটন কার্টরাইট (১)। এরপর দলের হাল ধরেন স্টিভ স্মিথ। তবে মাত্র ৫৯ রান করে ফিরে যেতে হয় তাঁকে। ট্রেভিস হেড (৩৯) যোগ্য সঙ্গত দেন স্মিথকে। অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস (৬২)। তবে আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি অস্ট্রেলিয়ার।

ম্যাচের সেরা বিরাট কোহলি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wBF8IN

September 21, 2017 at 10:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top