অসমে বহু জেলা বন্যার কবলে

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বরঃ বন্যায় প্লাবিত অসমের বহু জেলা। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে ৭২ হাজার মানুষ। ঢেমাজি, মোরিগাঁও, লখিমপুর, শোনিতপুর ও নগাঁও জেলা প্লাবিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) অসমের বিভিন্ন প্রান্ত ত্রাণ বণ্টনের কাজ করছে। বর্তমানে ৫ জেলায় মোট ২১টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। সেখানে প্রায় শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও জরাসর নদীর জলস্তর বাড়ার ফলে শোনিতপুর জেলায় বন্যা দেখা দিয়েছে বলে এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে।

এদিকে, রাজ্যের জল সম্পদ মন্ত্রীকে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং ত্রাণ ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xgKuYX

September 11, 2017 at 11:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top