অর্থমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজায় নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিলেট মহানগরীর সার্বজনীন ৪৭টি দুর্গাপূজা মণ্ডপে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে নগদ ১০ হাজার টাকা ও ৩৬টি করে বস্ত্র গতকাল সোমবার (২৫শে সেপ্টেম্বর) বিকাল ৫টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে বিতরণ করা হয়।

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক বিজিৎ চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, পূজা পরিষদের কেন্দ্রীয় নেতা অ্যাড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জগদীশ চন্দ্র দাস, পূজা পরিষদ জেলা সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, মহানগর সহ-সভাপতি শ্যামল চন্দ্র ধর, মলয় পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, জেলা পূজা পরিষদের সদস্য সৈলেন কুমার কর, সমাজকর্মী এ কে এম লায়েক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য্য জনি। -বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yDkdlT

September 26, 2017 at 08:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top