ময়নাগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ নারকেল পাড়তে গাছে উঠে সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির। দয়াল রায় (৫৮) নামে ওই ব্যক্তিকে রবিবার রাতে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির বাড়ি ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার জবরামালিতে।
সোমবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে। মৃতের ছেলে বিষ্ণু রায় বলেন, নারকেল পাড়া ছিলে দয়ালবাবুর পেশা। রবিবার গ্রামেরই একটি বাড়িতে নারকেল পাড়তে গাছে ওঠেন দয়ালবাবু। গাছে ওঠার পর একটি সাপ দেখতে পেয়ে সেটিকে হাত দিয়ে নীচে ফেলে দেন তিনি। তখনই তাঁর হাতে কামড় দেয় সাপটি। অতটা পাত্তা না দিলেও বাড়ি ফিরে এসে বিকেলের পর থেকে শরীর খারাপ লাগতে শুরু করে দয়ালবাবুর। এরপর দয়ালবাবুকে প্রথমে ময়নাগুড়ি বটতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাত ৯ টার পর সেখানে তাঁর মৃত্যু হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xfsLAI
September 18, 2017 at 05:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন