সুরমা টাইমস ডেস্ক:: ভারতীয় শিলংতীর খেলা ও গাঁজা সেবনের অপরাধে সিলেট নগরী থেকে ৯ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টার দিকে জুয়া ও মাদক বিরোধী অভিযানে নগরীর বন্দরবাজার লালদিঘীরপাড়স্থ হর্কাস মাকেটের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।
আটককৃতরা হলেন- সাজু আহমদ (২২), হারুন মিয়া (২৪), সাজিদ মিয়া (২৮), নুর আহমদ (২৪), বাবুল মিয়া (১৮), তারেক আহমদ (২২), বাবলা (২৪), রুস্তুম আলী (২৫) ও মামুন খানসী (২০)।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমসহ চার জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সিলেটের উদ্যোগে ও এপিবিএন’র সমন্বয়ে মাদক ও জুয়া বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করা হয়। অভিযানে ভারতীয় শিলংতীর খেলা ও গাঁজা সেবনরত অবস্থায় অপরাধীদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wJ8Tm0
September 21, 2017 at 10:46AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন