বাঁদরের হামলায় ক্ষতিগ্রস্ত মণ্ডপ

লাটাগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ বাঁদরে বাঁদরামি করবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই বাঁদরামি যে এই পর্যায়ে পৌঁছোবে তা কেই বা জানত! লাটাগুড়ি নতুনপাড়া ফ্রেন্ডস ক্লাবের পুজো এবার ৫০ বছরে পড়ল। সুবর্ণজয়ন্তী বর্ষের পুজোকে স্মরণীয় করে রাখতে উদ্যোক্তারা তাঁদের চেষ্টার কোনো খামতি রাখেননি। রবিবার চতুর্থীর সন্ধ্যায় এই পুজোর উদ্বোধনের কথা ছিল। কিন্তু তার আগেই সকাল সকালই একপাল বাঁদর গরুমারার জঙ্গল থেকে বেরিয়ে সটান পুজো চত্বরে এসে হাজির। কে জানে সেগুলি আগেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিল কিনা! পুজোর উদ্বোধনে ওদের নেমন্তন্ন করা হয়নি জানতে পেরেই বোধহয় কপিকুলের রাগ মাথায় চড়ে। পুজোমণ্ডপের কাপড় ছিঁড়ে ফর্দাফাঁই করে, ভিতরে থাকা মডেলগুলি ভেঙে পুজোর বারোটা বাজিয়ে দেয়। দেখে পুজোকর্তাদের মাথায় হাত। তড়িঘড়ি করে সমস্ত ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা চলে। কোনোমতে সবকিছু সামাল দিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী রাতে পুজোর উদ্বোধন হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fjdPYk

September 25, 2017 at 12:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top