তুরস্কে কোরআন তেলাওয়াত করে স্বর্ণপদক পেলেন বাংলাদেশী যুবক

সুুরমা টাইমস ডেস্ক:: তুরস্কের আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশের মেধাবী ছাত্র সাইয়েদ রাশেদ হাসান চৌধুরী কোরআন তেলাওয়াত করে স্বর্ণপদক পেয়েছেন। শনিবার তুরস্কের খিরশেহরিতে ওসমানী সালতানাতের ধর্মীয় ও সংস্কৃতিতে প্রত্যাবর্তন শীর্ষক অনুষ্ঠানে তাকে স্বর্ণপদক দেয়া হয়।

মেধাবী এ ছাত্রকে ওই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের জন্য তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে তিনি কোরআন তেলওয়াত করেন। উপস্থিত সবাই তার তেলাওয়াত শুনে মুগ্ধ হন।

অনুষ্ঠানে দেশটির সরকারের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন রাজনীতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও তাকে তুরস্কের খিরশেহরির কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তিনি নামাজের পূর্বে ও পরে কোরআন তেলাওয়াত করেন।

সাইয়েদ রাশেদ হাসান চৌধুরী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাতাব্বর নগর মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আলী হোসেনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে অনবদ্য ফলাফলের জন্য ডিন’স মেরিট লিস্ট অফ অনার অ্যাওয়ার্ড ডিগ্রি অর্জন করেন। পরে তুরস্ক সরকারের স্কলারশিপে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য মনোনীত হন।

এছাড়া তিনি বিশ্বের বিভিন্ন দেশে কনফারেন্সে নিজের গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেছেন। ইতিমধ্যে তুরস্ক, সাইপ্রাস, পোল্যান্ড, নেদারল্যান্ডস ও হাঙ্গেরিতে আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2x5gThc

September 30, 2017 at 11:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top