অবশেষে সন্ধান মিললো সাদিকের পরিবারের!

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর শাহপরান (রহ.) থানায় উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন সাদিকের পরিবারের সন্ধান মিলেছে। উদ্ধার হওয়া অপর আরেকজন ইব্রাহীম মোল্লার পরিবারের সন্ধান এখনো মেলে নি।

জানাযায়, সাদিক কিশোরগঞ্জ জেলার নিকলি থানার মধ্যতেংগুলিয়া গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র।বর্তমানে সে সিলেটের দর্জিবন্ধ এলাকার মঈন মাস্টারের কলোনীতে বসবাস করছে। সাদিক ৪ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। সে সিলেট নগরীর দর্জিবন্ধ এলাকায় দীর্ঘদিন ধরে মা ছোট ভাই বোন নিয়ে বসবাস করছে। এর আগে সে সিলেট হর্কাস মার্কেটে কুলির কাজ করতো। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।

এ ব্যাপারে শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শনিবার সকালে ওসমনানী মেডিকেল কলেজে আসেন সাদিকের পরিবারের সদস্যরা। সাদিকের ভগ্নিপতি হারুন মিয়ার কাছে আজ (শনিবার) তাকে বুঝিয়ে দেয়া হয়েছে। সে বর্তমানে ওসমানী মেডিকেল কলেজের ২৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া আরেকজন মানসিক ভারসাম্যহীন ইব্রহীম মোল্লার স্বজনদের কোন খবর পাওয়া যায়নি। তাদের দেখাশুনার জন্য সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন, শাহপরান থানার এসআই মো. শাহজাহান ও মেডিকেলে দায়িত্বরত এএসআই মো. ফারুক।

গত ২৭শে ও ২৮শে সেপ্টেম্বর শাহপরান (রহ.) থানার ওসি আখতার হোসেন মানসিক ভারসাম্যহীন সাদিক ও ইব্রাহিম মোল্লা নামক দুইজন কে উদ্ধার করে নিজ তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2kaLR6E

October 01, 2017 at 12:01AM
01 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top