সুরমা টাইমস ডেস্ক:: হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, পেটে, পিঠে, মুখে— এক কথায় সারা শরীরজুড়ে ট্যাটু করানোই আজকাল ফ্যাশন হয়ে দাড়িয়েছে। ইদানিং পাড়ার অলি-গলিতে গজিয়ে উঠেছে ট্যাটু পার্লার। সেই ট্যাটু করিয়েই এখন দৃষ্টিশক্তি হারাতে বসেছেন এক মডেল।
২৪ বছর বয়সী, কানাডার বাসিন্দা ক্যাট গ্যালিঙ্গার। পেশায় মডেল। এমনিতেই তার সারা শরীরে রয়েছে অসংখ্য ট্যাটু। এবার তার ইচ্ছে হয়েছিল চোখে ট্যাটু করানোর।
ক্যাট জানান, বাঁ-চোখের সাদা অংশে বেগুনি রঙ ইঞ্জেক্ট করে অভিনব ‘স্ক্লেরা ট্যাটু’ করাতে গিয়েই ঘটেছে বিপত্তি। চোখে সংক্রমণ হয়ে এখন প্রায় আংশিক দৃষ্টিহীন হয়ে পড়েছেন ক্যাট। চোখ থেকে গড়িয়ে পড়ছে বেগুনি রঙের তরল পদার্থ।
টাইম ম্যাগাজিনের খবর অনুযায়ী, ক্যাট জানিয়েছে, আগস্ট মাসেই চোখে ‘স্ক্লেরা ট্যাটু’ করিয়েছিলেন তিনি। তার সাবেক প্রেমিকের পরামর্শেই এই ট্যাটু করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সাবেক প্রেমিক নিজেই এক জন ট্যাটু শিল্পী। তার নিজের চোখেও রয়েছে ট্যাটু। তার চোখে কোনও সমস্যা না হলেও, চিকিৎসকেরা জানিয়েছেন, ক্যাটের চোখের পরিস্থিতি বেশ খারাপ। তার চোখের ছবি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন ক্যাট।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yOJzx1
October 01, 2017 at 12:07AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন