বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে অন্তসত্ত্বা মহিলা ও শিশুসহ আহত ৩০

Biswanath Photo 20.10.17-1মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তসত্ত্বা মহিলা-শিশুসহ অন্তত ২৫জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্দুয়া গ্রামের নোয়াব আলী ও ইর্শ্বাদ আলীর লোকজনদের মধ্যে গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উভয় পক্ষের আহতরা হলেন-বন্দুয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র নোয়াব আলী (৭০), নোয়াব আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০), পুত্র আমির আলী (৩০), একই গ্রামের মৃত ছুয়াব আলীর পুত্র আব্দুল কাদির (২০), আলকাছ মিয়া (২৫), মৃত আব্দুস ছাত্তারের পুত্র কটন মিয়া (৪০), মৃত আব্দুল জব্বারের পুত্র নূর উদ্দিন (৩৫), আব্দুল মছব্বিরের পুত্র আব্দুল লতিফ (৪০), মৃত ওয়াব আলীর পুত্র গেদা মিয়া (৩০), মক্তার আলী (৪০), কটন আলীর স্ত্রী রুকিয়া বেগম (৩০), নুর উদ্দিনের অন্তসত্ত্বা স্ত্রী খয়রুন নেছা (২৬), গেদা মিয়ার পুত্র আনছার আলী (১৮), আব্দুল কদিরের মেয়ে শিফা বেগম (৩০), মৃত আজমান আলীর পুত্র দুদু মিয়া (৪৫), বাচা মিয়া (৩০), আমির আলীর মেয়ে ঝর্ণা বেগম (১০), গেদু মিয়ার নাতনী রুমি বেগম (১০), মৃত ফখর উদ্দিনের পুত্র তাজির আলী (৩৫), দুদু মিয়ার পুত্র এমরান মিয়া (১৫), মৃত হরমুজ আলীর পুত্র মনফর আলী (৫০), মৃত মদরিছ আলীর পুত্র বিরু মিয়া (৪০)। বাকি আহতদের নাম জানাযায়নি। এরই মধ্যে গুরুতর আহত কমপক্ষে ১৫জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।
জানা গেছে, উপজেলার বন্দুয়া (উত্তরপাড়া) গ্রামের নোয়াব আলী ও ইর্শ্বাদ আলীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে উভয় পক্ষে পাল্টা পাল্টি মামলা মোকদ্দমা রয়েছে। এরই জের ধরে আজ শুক্রবার সকাল ৭টায় উভয় পক্ষের লোকজনদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই একপার্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধাঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তসত্ত্বা মহিলা ও শিশুসহ অন্তত ২৫জন আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে অনেক চেষ্ঠা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এব্যাপারে নোয়াব আলী পক্ষের আবদুল মতিন বলেন, ইর্শ্বাদ আলী লোকজনের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছে। আজ (শুক্রবার) সকালে আবদুল কাদির মাছ মারার জন্য বাড়ি থেকে বের হলে তার ওপর হামলা করেন ইর্শ্বাদ আলী পক্ষের লোকজন। এসময় কাদিরের চিৎকার শুনে আমরা তাকে বাঁচাতে এগিয়ে গেলে তারা আমাদের ওপরও হামলা চালায়। এতে আমাদের পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইর্শ্বাদ আলীর ভাতিজা ফরিদ মিয়া বলেন, আজ (শুক্রবার) সকালে দুদু মিয়া ও তার ছেলে এমরান (গবাদি পশুর খাদ্য) ঘাস তোলার জন্য বাড়ি থেকে বের হলে তাদের ওপর হামলা করেন নোয়াব আলী লোকজন। এসময় তাদের চিৎকার শুনে আমরা এগিয়ে এলে তারা (নোয়াব আলী পক্ষের লোকজন) আমাদের ওপর হামলা করে। এতে আমাদের কয়েকজন আহত হন।
এব্যাপারে খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। তবে সংঘর্ষের ঘটনা নিস্পত্তির চেষ্ঠা চলছে বলে তিনি জানান।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2xT746E

October 20, 2017 at 06:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top