এটিএম-এর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল বিভিন্ন ব্যাংক

নয়াদিল্লি, ২৮ অক্টোবরঃ দেশ জুড়ে এটিএম-এর সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বেশ কয়েকটি ব্যাংক। কেন্দ্রের ডিজিটাল নীতিকে এগিয়ে নিয়ে যেতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ২০১৮-র জুলাই অগস্টের মধ্যে দেশর ৩৫৮টি এটিএম বন্ধ হয়ে যাবে। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংক এসবিআই প্রায় ১০০ টি এটিএম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নোট বাতিলের পর থেকে এটিএম পরিষেবায় জোর দিয়েছিল ব্যাংক গুলি। নতুন নোট সরবরাহ করা হচ্ছিল এটিএম গুলিতে। শুধু এসবিআই-ই নয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংকও এই পথে পা বাড়িয়েছে। ২০১৮ থেকে দেশের অধিকাংশ লেনদেন ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বিমানবন্দর, রেলস্টেশন, শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা ছাড়া এটিএম রাখা হবে না বলে জানিয়েছে ব্যাংকগুলি। এতে নাকি ব্যাংকগুলির খরচও অনেক কমবে। তবে এই সিদ্ধান্তে ব্যাংকগুলি লাভবান হলেও সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে তাতে কোনও সন্দেহ নেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ibcpQK

October 28, 2017 at 06:10PM
28 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top