আরও একজন নতুন অতিথি নভেম্বরে ক্রিস্তিয়ানো রোনালদোর ঘরে আসছে। কন্যা সন্তানের বাবা হবেন তিনি। আগেভাগেই ঠিক করে ফেলেছে বান্ধবী জর্জিনা রদ্রিগেসের গর্ভে থাকা এই সন্তানের নাম। ইনস্টাগ্রামে লাইভে এসে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো ও রদ্রিগেস জানিয়েছেন, তাদের অনাগত সন্তানের নাম হবে- আলানা মার্তিনা। বান্ধবীর সঙ্গে মিলেই নামটি রাখা হয়েছে বলে জানালেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। প্রথম নামটা আমি পছন্দ করেছি। দ্বিতীয়টা জিও। জর্জিনার গর্ভে এটাই রোনালদোর প্রথম সন্তান। এছাড়া চলতি বছরের জুনে সারোগেট মায়ের মাধ্যমে জমজ সন্তানের বাবা হন এই পর্তুগিজ ফুটবলার। তার প্রথম সন্তান সাত বছর বয়সী রোনালদো জুনিয়রের মায়ের নামও জানা যায়নি। রোনালদো তার আগের সন্তানদের জন্ম নিয়ে গোপনীয়তা রক্ষা করে গেলেও এবার এমনটা আর করলেন না। সূত্র: বিডিনিউজ২৪.কম আর/১৭:১৪/২৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ySPK3x
October 28, 2017 at 11:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top