হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান কর্তৃক আত্মসাতকৃত ভিজিএফ’র চাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:: গ্রাহককে ওজনে কম দিয়ে সিলেটের হবিগঞ্জের লাখাই সদর ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপম’র আত্মসাত করা সাড়ে ৫ টন ভিজিএফ’র চাল জব্দ করেছে প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ওই ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে ১১০ বস্তায় এ পরিমাণের চাল জব্দ করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, গত মঙ্গলবার ও বৃহস্পতিবার (২৪শে ও ২৬শে অক্টোবর) ১নং লাখাই সদর ইউনিয়নে সরকারি তালিকা অনুযায়ী ১ হাজার ৯০০ জন গ্রাহকের মধ্যে চাল বিতরণ করা হয়। এসময় ইউনিয়নের চেয়ারম্যান এসব গ্রাহককে ওজনে কম দিয়ে সাড়ে ৫ টন চাল আত্মসাত করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখে দেন। পরে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে এ চাল জব্দ করা হয়।

তিনি আরো জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zJuxZl

October 27, 2017 at 07:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top