২০০ মামলাকারীকে প্রাইমারি টেট-এ বসার অনুমতি হাইকোর্টের

কলকাতা, ২৭ অক্টোবরঃ হাইকোর্টে মুখ থুবড়ে পড়ল প্রাথমিক শিক্ষা সংসদ। টেটে বসা নিয়ে প্রশিক্ষণরত মামলাকারীদের জন্য স্বস্তির বার্তা দিল হাইকোর্ট। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্তরাই পরীক্ষায় বসতে পারবেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন প্রায় ২০০ জন D.El.Ed এবং D.Ed প্রশিক্ষণরত ছাত্রছাত্রী। সেই মামলার শুনানিতে শুক্রবার হাইকোর্ট আবেদনকারী ২০০ জন প্রশিক্ষণরত চাকরিপ্রার্থীদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার নির্দেশ দেন। তবে শুধুমাত্র টেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে না, প্রশিক্ষণ শেষেই হবে চাকরিপ্রার্থীর নিয়োগ। আবেদনকারীরা অনলাইন বা অফলাইনে ফর্ম ফিলআপ করতে পারবে।

আবেদনকারী ২০০ জন পড়ুয়ার আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্ত জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং NCTE গাইডলাইনে রয়েছে, D.El.Ed কোর্সে ভর্তি হওয়া পড়ুয়ারা প্রাইমারি TET পরীক্ষায় বসতে পারবেন। তাহলে কেন তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে না?

এদিকে D.Ed (স্পেশাল এডুকেশন) কোর্সেরও কয়েকজন পড়ুয়া মামলা করেন হাইকোর্টে। তাঁদের আইনজীবী পীযূষ চতুর্বেদি জানান, D.El.Ed কোর্সের প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক করা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, তাহলে  D.Ed(স্পেশাল এডুকেশন) পড়ুয়াদের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হবে কেন? বলেন, ‘বিচারক মামলাকারীদের পরীক্ষায় বসার অনুমতি দিয়েছেন। তবে চূড়ান্ত শুনানির সময় বাকি বিষয়গুলি বিচার হবে।’

দু’পক্ষের সওয়াল শুনে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, মামলাকারী সকলেই পরীক্ষায় বসাতে পারবেন। তবে আদালতের নির্দেশ ছাড়া তাদের ফলপ্রকাশ হবে না।

ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন (NCTE)-এর গাইডলাইন অনুয়ায়ী, ২ বছরের D.El.Ed কোর্সে ভর্তির পর রেজিস্ট্রেশন হয়ে গেলে ছাত্রছাত্রীরা টেট পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু, সেক্ষেত্রে পর্ষদ তাদের সেই অনুমতি দেয়নি। পর্ষদের বক্তব্য, তারা NCTE-র গাইডলাইন মেনে চলছে। সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত পরীক্ষায় বসার অনুমতি তারা দিতে পারবে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2iGjs7P

October 27, 2017 at 07:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top