সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বহুল আলোচিত পেজ ‘বাঁশেরকেল্লা’র পর এবার নতুনভাবে এসেছে ‘বাঁকশালেরকেল্লা’। এই পেজে পোস্ট হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির অবমাননার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এস্তাবুল (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে গোমস্তাপুর বাজার এলাকার একটি হোমিও ঔষধের দোকান থেকে তাকে আটক করা হয়। আটককৃত এস্তাবুল গোমস্তাপুর ইউনিয়নের বোগলা কাঁঠাল গ্রামের মুনসুর আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল জানান, শনিবার বিকেলে ‘বাঁকশালেরকেল্লা’ নামক ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ছবি সে শেয়ার করে। পরে স্থানীয়রা শেয়ার করা পোস্টটি দেখতে পেয়ে গোমস্তাপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাকে আটক করে।
ওসি আরো জানান, জেলা পুলিশ বিভাগ থেকে একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের মাধ্যমে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,গোমস্তাপুর/ ১৪-১০-১৭
গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল জানান, শনিবার বিকেলে ‘বাঁকশালেরকেল্লা’ নামক ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ছবি সে শেয়ার করে। পরে স্থানীয়রা শেয়ার করা পোস্টটি দেখতে পেয়ে গোমস্তাপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাকে আটক করে।
ওসি আরো জানান, জেলা পুলিশ বিভাগ থেকে একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের মাধ্যমে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,গোমস্তাপুর/ ১৪-১০-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2z855wf
October 14, 2017 at 11:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন