কিম্বার্লি, ১৪ অক্টোবর- প্রোটিয়াদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানাডে সিরিজের জন্য অনেক আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন ও নতুন মুখ পেসার সাইফ উদ্দিন। এরই মধ্যে ম্যাচের ভেন্যুতে পৌঁছে অনুশীলন শুরু করেছে টাইগাররা। দুই টেস্টে লজ্জাজনক হারের পরও ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ। আগামী ১৫ অক্টোবর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। সেই ম্যাচ দিয়েই ক্যাপটেন মাশরাফির নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের। এদিকে প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দারাতে পারবে বাংলাদেশ। এমনটাই মনে করেন সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বর্তমান নির্বাচক প্যানেলের এই সদস্য বলেন, আমাদের ওয়ানডে টিম বেশ ভালো। রেকর্ডও ভালো। তবে এটা সত্য তাঁদের মাটিতে হারানো একটু কঠিন ব্যাপার। তবে ওয়ানডেতে হারানো সম্ভব বলে মনে করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এদিকে খেলা শুরুর একদিন আগেই টাইগার ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, কে থাকছেন আগামী কালকের একাদশে। কে বাদ পড়ছেন? যদি প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তিন পেসার নিয়ে খেলানো হয়, তাহলে দলে ডাক পাবেন লিটন দাশ, আর নাসির হোসেন যদি একাদশে না থাকে তাহলে একাদশে দেখা যাবে মেহেদী মিরাজকে। তারপরও আলোচনায় থাকছে সৌম্য সরকারের নাম। কিম্বার্লিতে আগামীকাল তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় মাঠে নামার আগেও দল সাজাতে গিয়ে বারবার ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। সরাসরি দেখাবে জি-টিভি ও মাছরাঙা টিভি। প্রথম ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন। সূত্রঃ বিডি২৪লাইভ.কম আর/০৭:১৪/১৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ibEMSq
October 15, 2017 at 05:23AM
14 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top