নগরীতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধের দেয়ালচিত্র বিকৃত করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের রিকাবীবাজার এলাকার দেয়ালে আঁকা বঙ্গবন্ধুর তিনটি প্রতিকৃতি বিকৃতি করা হয়েছে। ছবিগুলোতে দুর্বৃত্তরা বিটুমিন লেপে দিয়েছে।

কবি নজরুল মিলনায়তন থেকে সুবিদবাজারমুখী ডা. চঞ্চল রোডে এসব দেয়ালচিত্র আঁকা হয়।
গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, দুটি দেয়ালচিত্রে বিটুমিন লেপে দেওয়া। আরেকটি বিকৃতি করা হয়েছে ধারালো কিছুু দিয়ে ঘঁষে।

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত গৌরবগাথা তুলে ধরতে ডা. চঞ্চল রোডের পূর্বপাশের দেয়ালে চলতি বছরের শুরুতে দেয়ালচিত্র আঁকার এ কাজ হয়। তাতে ৯৬টি চিত্রের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত দীর্ঘ পথপরিক্রমার নানা ঘটনাবলি তুলে ধরা হয়। এর মধ্যে বঙ্গবন্ধুর তিনটি ছবিও ছিল। সিলেট সিটি করপোরেশনের তত্ত্ব্বাবধানে বিনা পারিশ্রমিকে কাজটি করে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

দেয়ালচিত্র আঁকার কাজে নেতৃত্ব দেন সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল গণি হিমন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার বিষয়টি নিন্দনীয় এবং আমাদের জন্য দুঃখজনক।

এ ব্যাপারে জানতে নগর সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iepKM5

October 14, 2017 at 11:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top