তিতাসে ১৫ মাস পর অপহরণ মামলার রহস্য উদঘাটন

তিতাস প্রতিনিধি ● কুমিল্লার তিতাসে ১৫ মাস পর এক অপহরণ মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। অপহূত সুমি আক্তারকে তার ৩ মাসের কন্যা আছমা আক্তার ও স্বামী আমির হোসেনসহ উদ্ধার করে রবিবার বিকালে কুমিল্লার বিজ্ঞ আদালতে হাজির করা হলে সুমিকে অপহরণ করা হয়নি বলে সে জবানবন্দি দেয়। শনিবার রাতে রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২ এর মোল্লা রোডের মাস্টার বাড়ির নিচতলা থেকে পুলিশ তাদের উদ্ধার করে।

উক্ত ঘটনায় ১৫ মাস আগে সুমির মা নীহারা খাতুন বাদী হয়ে সুমিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ এনে উপজেলার হরিপুর ও দড়িকান্দি গ্রামের ৩ জনকে আসামি করে কোর্টে একটি অপহরণ মামলা দায়ের করেন। উক্ত মামলা দু’জন গ্রেফতার হলেও আরেক আসামি এখনও পলাতক রয়েছে। অপহরণ মামলার আসামি কুলসুমের ৬ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের জন্য সুমি তার পরিবারের সদস্যদের সহযোগিতায় আত্মগোপনে থেকে অপহরণ নাটক সাজানোয় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তিতাস থানার অফিসার ইনচার্জ নুরুল আলম টিপু জানান, যেহেতু ভিকটিম আদালতে জবানবন্দি দিয়েছে তাকে অপহরণ করা হয়নি। সেহেতু ভিকটিমের মার বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগে মামলা হতে পারে

The post তিতাসে ১৫ মাস পর অপহরণ মামলার রহস্য উদঘাটন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2ybQZMT

October 10, 2017 at 12:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top