মালবাজার , ৩ অক্টোবরঃ মাল ব্লকের রাঙ্গামাটি চা বাগানে ফের খাঁচাবন্দি হল চিতা বাঘ। বাগানের চাইভাসা ডিভিশনের ৮ নম্বর সেকশনে পাতা একটি খাঁচায় ধরা পড়েছে চিতা বাঘটি। বাগানের বাসিন্দারা বলেন, বেশ কিছুদিন ধরেই খাঁচাটি পাতা ছিল। মঙ্গলবার খুব ভোরে চিতা বাঘের গর্জন শুনে চিতা বাঘ ধরা পরেছে বোঝা যায়। সেথানীয়রা জানিয়েছে, বাগানে চিতা বাঘের আতঙ্ক রয়েইছে। এনিয়ে সম্প্রতি তিনটি চিতা বাঘ ধরা পড়ল। আরও খাঁচা পাতা আছে। মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের আধিকারিক দুলাল দে বলেন, চিতা বাঘটি বিশালদেহী পুরুষ এবং প্রাপ্ত বয়স্ক। গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হবে চিতাবাঘটিকে। আধিকারিকদের নির্দেশমতো নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে একে ছাড়া হবে। বাগানে নজরদারি চালু আছে। আরো জায়গায় জায়গায় বসানো হয়েছে খাঁচা।
সংবাদদাতা ও ছবিঃ বিদেশ বসু
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yEKe3i
October 03, 2017 at 08:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন