বিএম মহসিন ● বরুড়ায় পুকুর থেকে সালমান শাহ (১৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। জানা যায়, উপজেলার খোশবাস (দঃ) ইউনিয়নের চালিয়া গ্রামের আবদুল মোতালেব সওদাগরের বাড়ি টেকনাফে। সে টেকনাফে ভাংগাড়ির ব্যবসা করতো। টেকনাফের ব্যবসা গুছিয়ে স্ত্রীসহ ২ ছেলে ও এক মেয়েকে নিয়ে চালিয়া গ্রামে বসতি শুরু করেন। স্থানীয়রা জানান, বড় ছেলে প্রবাসে থাকে। কনিষ্ট ছেলে সালমান শাহ মাদকের সাথে জরিয়ে পড়ে।
বিভিন্ন সময়ে সে মাদক সেবনের জন্য টাকা চাইতো পরিবারের লোকজনের কাছে। এর পর বাবা মোতালেব ছেলেকে ১ বার মাদক নিরাময় কেন্দ্রে দিলেও সে ঠিক হয়নি, ২য় বারের মতো তাকে পুর্নবাসনকেন্দ্রে দিলে সে পালিয়ে আসে। সালমান শাহকে পুনরায় সোমবার রাতে কুমিল্লা জাঙ্গালীয়া মাদক নিরাময় কেন্দ্র (পূর্নজীবন) এর প্রতিনিধিরা নিতে আসলে মা বিউটি আক্তার ছেলেকে পালিয়ে যেতে বলে।
এরই মধ্যে তাকে পুর্নবাসনকেন্দ্রের প্রতিনিধিরা আটক করে গাড়িতে উঠিয়ে নেওয়ার পথে সে গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। সাথে সাথে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুকুরের পাড়ে গিয়ে টচ লাইট দিয়ে খোজাখুজি করে তাকে পায়নি। রাতেই স্বজনদের বাড়িতে ও এলাকার বিভিন্ন জাগায় খোজ নিয়ে তাকে না পাওয়ায় সন্দেহ বসত স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন জেলেদের ডেকে এনে সকাল ৭ টায় পুকুরে জাল বেড় দিয়ে তার মৃত দেহ উদ্ধার করে।
বিষয়টি পুলিশকে অবহিত না করে লাশ দাফনের চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করে। এতে স্থানীরা উত্তেজিত হয়ে পড়ে। এটি রহস্যজনক মৃত্যু বলে দাবী করে পুলিশ মৃতদেহ থানায় নিয়ে আশার পথে স্থানীয় জনতার রোশানলে পড়ে। পরে খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সহযোগীতায় পুলিশ থানায় মৃতদেহ নিয়ে আসে।
নাম প্রকাশে অনইচ্ছুক কিছুসংখ্যক লোক জানান, কুমিল্লা জাঙ্গালীয়া মাদক নিরাময় কেন্দ্র (পূর্নজীবন) এর চারজন লোকের অবহেলায় যুবকটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। সে পালিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে তখন তারা কেউ তাকে উদ্ধার করতে যায়নি। তার আরো বলেন, ওখানে মানসিক নিযার্তনের পাশা-পাশি শারিরিক নিযার্তন চালাতো বলেই সালমান শাহ ওখান থেকে পালিয়ে আসে।
এ ব্যাপারে কুমিল্লা জাঙ্গালীয়া মাদক নিরাময় কেন্দ্র (পূর্নজীবন)এর মালিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, বরুড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, মৃতদেহ কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহন করা হবে।
The post বরুড়ায় পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2hLVwzP
October 03, 2017 at 08:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন