সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। এখন থেকেই তাই পর্তুগীজ যুবরাজের উত্তরসূরীর খোঁজ শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সাপ্তাহিক ডন ব্যালন-এর এক প্রতিবেদনে এসেছে, বিশ্বের অন্যতম ধনী ক্লাবটি নজর দিয়েছে টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেনের দিকে। টাকার অংকটাও আকাশ ছোঁয়া, ২০০ মিলিয়ন ইউরো! চলতি মৌসুমে গোলের জন্য রীতিমত ধুঁকছেন রোনালদো। বিবিসির অন্য দুই তারকা করিম বেনজেমা আর গ্যারেথ বেলও ফিটনেস, ফর্ম হারিয়ে বসে আছেন। লস ব্লাঙ্কোসরা তাই হন্যে হয়ে খুঁজছে আরেকজন ম্যাচ উইনার। টটেনহামে হটস্পারের হয়ে গোল আর হ্যাটট্রিকের বন্যা বইয়ে দেয়া হ্যারি কেন হতে পারে সেই ম্যাচ উইনার। এদিকে, আর্সেনাল ফরোয়ার্ড অ্যালেক্সিজ সানচেজকে পেতে কোমড় বেঁধে নেমেছে চেলসি। মিরর জানিয়েছে, জুভেন্টাসের ফুল-ব্যাক অ্যালেক্স সান্দ্রোকে নিয়েও ভাবছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। আর/১৭:১৪/০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xTBG9D
October 05, 2017 at 12:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top