এফটিআইআইয়ের নতুন চেয়ারম্যান অনুপম খের

পুনে, ১১ আগস্টঃ পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার (এফটিআইআই) চেয়ারম্যান পদে এলেন বলিউড অভিনেতা অনুপম খের। এর আগে এই পদে ছিলেন মহাভারতে যুধিষ্ঠির হিসাবে অতি পরিচিত মুখ গজেন্দ্র চৌহান। আজ দুপুরে এফটিআইআইয়ের নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে।

এবছর মার্চেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এফটিআইআইয়ের চেয়ারম্যানের। ২০১৫ সালে এফটিআইআইয়ের চেয়ারম্যান হিসেবে গজেন্দ্র চৌহানের নিয়োগকে ঘিরে হয়েছিল তীব্র বিতর্ক। ৭২ দিনের অচলাবস্থাও চলেছিল। প্রশ্ন উঠেছিল গজেন্দ্র চৌহানের যোগ্যতা নিয়েও।

এদিকে, ৬২ বছরের খের এর আগে ন্যাশনাল স্কুল অফ ড্রামা ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। সিনেমার জগতে অবদানের জন্য ২০০৪ সালে পদ্মশ্রী এবং ২০১৬ সালে পদ্মভূষণ দিয়ে অনুপম খেরকে সম্মানীত করে ভারত সরকার। তবে এইমুহূর্তে অনুপম ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি রাঁচি ডায়েরিজ-এর মুক্তির জন্যে। অনুপমের স্ত্রী কিরণ খেরও একজন অভিনেতা এবং বিজেপি সাংসদ। স্ত্রী বিজেপি সাংসদ হওয়ায় কেন্দ্রীয় প্রতিষ্ঠানে অনুপমের নিয়োগেও উঠছে প্রশ্ন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2g24h4E

October 11, 2017 at 08:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top