দক্ষিণ সুরমায় ট্রাক চাঁপায় রিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক:: দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক রিকশা চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন রিকশার যাত্রী। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শিববাড়ি এলাকার বন্দরঘাট জামে মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটগামী মেঘনা নামক তেলবাহী গাড়ী (চট্ট মেট্ট্রো ঢ-৪১-০২০৮) মসজিদের সামনে আসলে পিছন থেকে রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিকশার চালক নিহত হন । সে সময় আহত যাত্রীকে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, দুর্ঘটনার পর তেলবাহী গাড়ির হেলপার ও চালককে পলায়নকালে স্থানীয় জনতা আটক করেন।

অন্যদিকে, মোঘলাবাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে এবং গাড়ি ও চালক, হেলপারকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wOkfFW

October 11, 2017 at 08:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top