ঢাকা, ২৭ অক্টোবর- আজ মাহিয়া মাহির জন্মদিন। ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মায়ের আদরের মেয়ে মাহি ছোটবেলা থেকেই সংস্কৃতির বলয়ে নিজেকে সম্পৃক্ত করেন। তারই বিকাশ ঘটলো ২০১২ সালে, চলচ্চিত্রের নাম লিখিয়ে। মাহি জানালেন, বিশেষ দিনটা ঘরোয়াভাবেই পালন করবেন। তবে বরাবরের মতো থাকতে পারে স্বামী অপুর কোনো সারপ্রাইজ আয়োজন। ৬ বছরের ক্যারিয়ারে মাহি অর্জন করেছেন বিপুল জনপ্রিয়তা। মাহি বর্তমানে বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। পাশাপাশি তিনিই একমাত্র নায়িকা, যার উপর আস্থা রেখে হল মালিকরা ছবি বুকিং দেয়ার সাহস রাখতে পারেন। নিজের প্রতি নিজেও আস্থাশীল মাহি। মূল্যায়ণ করতে জানেন, নিজের ভেতরের প্রতিভা ও সামর্থকে। তাই তো জাজ থেকে বের হয়েও তিনি প্রমাণ করে চলেছেন, যোগ্যতা দিয়েই একজন অভিনেত্রী দর্শকের মন জয় করে নেন ও টিকে থাকেন। একে একে মাহি উপহার দিয়েছেন অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসা, অনেক সাধের ময়না, অগ্নি, অগ্নি ২, রোমিও বনাম জুলিয়েট, কৃষ্ণপক্ষ, দেশা দ্য লিডার ও ঢাকা অ্যাটাকর মতো সফল চলচ্চিত্র। বাজিমাতের অপেক্ষায় আছে তার নতুন ছবি জান্নাত। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিটিতে মাহিকে দেখা যাবে সাইমন সাদিকের বিপরীতে। এছাড়াও বর্তমানে মাহির হাতে রয়েছে ডজনখানেকেরও বেশি ছবি রয়েছে। ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। এমএ/০৭:১৫/২৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zbggIr
October 28, 2017 at 01:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top