কুমিল্লায় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় দুই দিনব্যাপী ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত ল্যাব-২’বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (বার্ড)-এর অডিটরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন’র (ইউজিসি) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও ফোকাল পয়েন্টরা (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) অংশ নেন।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম শাহ নওয়াজ আলির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর, বার্ডের মহাপরিচালক মওদুদুর রশীদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম প্রমুখ।

The post কুমিল্লায় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কর্মশালার উদ্বোধন appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2hgzAcZ

October 27, 2017 at 06:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top