ইজিপ্টে পুলিশ-জঙ্গি সংঘর্ষে মৃত্যু ৫৪ জন পুলিশকর্মীর

কায়রো, ২২ অক্টোবরঃ ইজিপ্টে জঙ্গিদের লুকনো ডেরায় অভিযানে গিয়ে প্রাণ হারাতে হল ৫৪ জন পুলিশ কর্মীকে। শনিবারের এই ঘটনাকে ইজিপ্টের ইতিহাসে অন্যতম ভয়ংকর বলে অভিহিত করেছে সেদেশের প্রশাসন। ইজিপ্টের দুই পুলিশ আধিকারিক জানিয়েছে, শুক্রবার রাতে কায়রো থেকে ১৩৫ কিমি দূরে গিজা প্রদেশের আল-ওয়াহাত-আল-বাহরিয়ায় পুলিশ ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়।  উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে পুলিশের একটি বিশাল দল জঙ্গিদের গোপন ডেরায় হানা দেয়। বন্দুকের পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ গ্রেনেডও ব্যবহার করছিল বলে ওই দুই পুলিশ আধিকারিক জানিয়েছে। যথেষ্ট অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়ার পরেও কিভাবে এতজন পুলিশকর্মী মারা গেলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একটি সূত্রের মতে, পুলিশকর্মীদের গুলি-বোমা শেষ হয়ে গিয়েছিল, সেই সময়ই জঙ্গিরা বেশ কয়েকজন পুলিশকর্মীকে তুলে নিয়ে গিয়ে খুন করে। আবার অন্য সূত্রের মতে, জঙ্গিদের পেতে রাখা ফাঁদে পড়ে গিয়েছিল পুলিশবাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশকর্মীরা কীভাবে মারা গেলেন, সে ব্যাপারে ইজিপ্টের স্বরাষ্ট্র দপ্তর  কিছু বলতে চায়নি। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা ৫৪ নয়, মাত্র ১৬ এবং ঘটনায় ১৫ জন জঙ্গিও আহত বা মারা গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yG9w3U

October 22, 2017 at 12:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top