কলকাতা, ২২ অক্টোবরঃ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন জ্যোতির্ময় ভট্টাচার্য। আগে এই পদে ছিলেন রাকেশ তিওয়ারি। সম্প্রতি কেন্দ্রের আইন ও ন্যায় মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশনে একথা জানানো হয়েছে। আগামী ২৫ অক্টোবর দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।
জ্যোতির্ময় ভট্টাচার্যের জন্ম দক্ষিণ ২৪ পরগণায়। বারুইপুর উচ্চ বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন তিনি। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে এলএলবি-তে উত্তীর্ণ হন। ১৯৮৩ সাল থেকে দীর্ঘদিন কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তিনি প্রাকটিস করেন। ২০০৩ সালে কলকাতা হাইকোর্টেরই বিচারপতি হিসেবে শপথ নেন।
বর্তমানে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে রয়েছেন রাকেশ তিওয়ারি। তিনি ২৪ অক্টোবর অবসর নেবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xX05t8
October 22, 2017 at 11:44AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন