কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্রগ্রাম’র ৩ চোর গ্রেফতার

দেবিদ্বার প্রতিনিধি ● দেবিদ্বার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার পৌর এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে থেকে লোহার কাটার, মোবাইল, নগদ টাকাসহ ৩ চোরকে আটক করেছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সরকার আবদুল্লাহ-আল-মামুন’র নেতৃত্বে উপ-পরিদর্শক (এস,আই) সাইদুর রহমান সহ একদল পুলিশ দেবিদ্বার পৌর এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক থেকে সন্দেহভাজন তিন যুবককে আটক করে।

তাদের দেহ ও ব্যাগ তল্লাসী করে একটি লোহার তৈরী ছেনা, একটি হলুদ ও নীল রং’র হাতলওয়ালা লোহার কাটার, ৬টি চোরাই মোবাইল সেট ও চোরাই মোবাইল বিক্রয়ের নগদ ৫হাজার ৪ষত টাকা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় সুযোগ বুঝে দিনে বা রাতে বিভিন্ন বাসা বাড়িতে চুরি সংগঠিত করে। ওরা থাকে ব্রাহ্মণপাড়া উপজেলা এলাকায়।

তিন চোর হলো (১) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর এলাকার ধারপাড়া গ্রামের মোঃ রুবেল মিয়ার পুত্র মোঃ মকবুল(১৯) (বর্তমানে চট্রগ্রাম জেলার খুলসী উপজেলার আবহাওয়া অফিস সংলগ্ন নানাপাড়া বস্তি এলাকার বাসিন্দা)। তার আদী নিবাস। (২) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের (৬নং ওয়ার্ড’র দুধ ব্যপারী চেরাগ আলীর বাড়ি)’র মৃত শাহ আলমের পুত্র মালু মিয়া(৩২) (৩) চট্রগ্রাম জেলার খুলসী উপজেলার আবহাওয়া অফিস সংলগ্ন নানাপাড়া বস্তি এলাকার মৃত: ইসলাম’র পুত্র মোঃ রুবেল।

ওই ঘটনায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এস,আই) সাইদুর রহমান বাদী হয়ে ওই তিন চোরকে অভিযুক্ত করে দেবিদ্বার থানায় মামলা দায়ের পূর্বক রোববার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে।

The post কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্রগ্রাম’র ৩ চোর গ্রেফতার appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2yW2NRY

October 29, 2017 at 07:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top