পুনে, ২৫ অক্টোবর- প্রথম ওয়ানডেতেই হার, ঘরের মাঠে সিরিজের শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। তবে স্বরুপে ফিরতেও সময় নেয়নি বিরাট কোহলির দল। পুনেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিয়েছে তারা। দিবারাত্রির ম্যাচটি ভারত জিতেছে ৬ উইকেট আর ২৪ বল হাতে রেখে। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এই ম্যাচে একেবারেই সুবিধা করতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ৫০ ওভারের পুরোটা ব্যাটিং করলেও তাদের কোনো ব্যাটসম্যান হাফসেঞ্চুরিও করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন হেনরি নিকোলস। দ্বিতীয় সর্বোচ্চ কলিন ডি গ্র্যান্ডহোমের ৪১ রান। ফলে পুরো ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ২৩০ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড। রানটা অবশ্য আরও কম হতে পারতো। ২৭ রানে ৩ উইকেট খুয়ানোর পর একটা সময় ১১৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল কেন উইলিয়ামসনের দল। ভারতের পক্ষে ৩টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ২টি করে উইকেট যুজবেন্দ্র চাহাল আর জাসপ্রিত বুমরাহর। জবাব দিতে নেমে শুরুতে রোহিত শর্মাকে (৭) হারালেও জয় তুলে নিতে ঘাম ঝড়াতে হয়নি ভারতকে। আরেক ওপেনার শেখর ধাওয়ান করেন ৬৮ রান। বিরাট কোহলি ২৯ করে ফেরার পর দিনেশ কার্তিক অপরাজিত ৬৮ রানে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। সূত্রঃ জাগোনিউজ.২৪কম আর/১০:১৪/২৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ldyCT0
October 26, 2017 at 05:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top