ঢাকা, ২৫ অক্টোবর- ভক্তদের পাগলামির শেষ নেই অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে। তার সান্নিধ্য পেতে এবার কলকাতা থেকে ছুটে এলেন এক ভক্ত। ফ্রেমে বাঁধানো ছবিটি সঙ্গে উপহার হিসেবে আনলেন। খবরটি দিলেন মোশাররফ করিমের স্ত্রী ও অভিনেত্রী রোবেয়া রেজা জুঁই। তিনি জানিয়েছেন, নুর আলম নামে কলকাতার এক ভক্ত কিছুদিন আগে মোশাররফ করিমের দেখা করেন। সঙ্গে যুগল ছবিটি উপহার দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জুঁই লিখেছেন, ভক্তদের কাছ থেকে পাওয়া যে কোনো উপহার অমূল্য, সেটা যদি হয় দেশের বাইরের কোনো ভক্তের দেওয়া উপহার তাহলে তা পাবার আনন্দ কয়েকগুণ বেড়ে যায়। কলকাতায় আমাদের নাটকের অনেক ভক্ত আছে সেরকমই একজন ভক্ত নুর আলম। সম্প্রতি আমাদের সাথে দেখা করতে এসেছিল, এই ছবিটি তার কাছ থেকেই পাওয়া। মোশাররফ করিম ও তার পক্ষ থেকে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন জুঁই। এ অভিনেতাকে ঘিরে ভক্তদের পাগলামি এবারই প্রথম নয়। এর আগে অভিজিৎ দত্ত নামে আরেক ভক্ত তার সাক্ষাত পেতে কলকাতা থেকে ছুটে এসেছিলেন ঢাকায়। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সেই ভক্ত। বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মোশাররফ করিম। তার শারীরিক অবস্থার খোঁজ দিলেন জুঁই। বললেন, আপাতত বিশ্রামে আছেন। খানিকটা সুস্থ হলে বাইরে যাওয়ার পরিকল্পনা আছে আমাদের। সূত্রঃ জাগোনিউজ.২৪কম আর/১০:১৪/২৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2z6yMBP
October 26, 2017 at 05:49AM
25 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top