সৎ,নির্ভিক ও সাহসী মানুষটির স্বপ্নছিল গ্রীনসিটির
চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত জেলা প্রশাসক জাহিদুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষীকিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে চাঁপাইনবাবগঞ্জকে ঘিরে প্রয়াত জাহিদুল ইসলামের দেখা স্বপ্নের গ্রীনসিটির কথা আবারও স্মরণ করেন সবাই। স্মৃতিকাতর হয়ে সবাই বলেন তিনি ছিলেন, একজন সৎ, নির্ভিক, সাহসী মানুষ। তিনি সবসময়ই চাঁপাইনবাবগঞ্জের উণœয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তিনি ভিক্ষুকদের তালিকা তৈরীর উদ্যোগ নিয়েছিলেন, তাদের পূনর্বাসন, সবুজ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার জন্য বৃক্ষরোপনের কর্মসূচি গ্রহণ করেছিলেন। মৃত্যুর আগের দিনও তিনি বৃক্ষরোপন করেছিলেন। প্রয়াত জাহিদুল ইসলাম সবুজ চাঁপাইনবাবগঞ্জ গড়ার স্বপ্নটি বাস্তবায়নের মধ্যদিয়েই তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হবে, সেই সাথে তাঁর স্মৃতি বেঁচে থাকবে সবার মাঝে। মিলাদ ও দোয়া মাহফিলে অনান্যের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল ইসলাম, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক বর্তমানে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বহী কর্মকর্তা আবু জাফর, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। মিলাদ মাহফিলে জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ অক্টোবর জেলা প্রশাসক জাহিদুল ইসলাম রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে নিয়মিত বিভাগীয় মাসিক সভায় যোগদান করেন। সভা শুরুর আগ মুহূর্তে মোবাইালে একটি ফোন আসে। মোবাইলে কথা বলতে বলতে তিনি দরজার পাশে যান এবং মেঝেতে পড়ে যান।তাঁকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
(চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ / /)
from Chapainawabganjnews http://ift.tt/2yuUSwu
October 17, 2017 at 11:35PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন