সুরমা টাইমস ডেস্ক:: কিংবদন্তী চিত্রনায়ক সালমান শাহের মা নীলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন লতিফা হক লিও। লতিফা সালমান শাহের স্ত্রী সামিরার মা। গত ১০ই সেপ্টেম্বর চট্টগ্রামের যুগ্ম জেলা, ২য় আদালতে নীল চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
মামলায় মানহানি বাবদ ৫ কোটি ও ব্যবসায়িক ক্ষতি বাবদ ৫ কোটি- মোট ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলা নম্বর ১২-২০১৭।
মামলায় নীলা চৌধুরীর পাশাপাশি আসামি করা হয়েছে সালমান শাহের ছোট ভাই শাহরান চৌধুরী ইভান ও সালমানের মামা আলমগীর কুমকুমকে। মানহানির এ মামলা প্রসঙ্গে সামিরার মা লতিফা হক বলেন, ‘নীলা চৌধুরী ও তার পরিবার নানাভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে আমার ও আমার পরিবারের সম্মানহানি হচ্ছে। আমার ব্যবসায়িক সুনাম নষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়ে মামলাটি করতে হলো।’
এদিকে এ মামলার শুনানি হবে আগামী ৩০শে অক্টোবর। চট্টগ্রামের যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবদুল কাদের বাদি-বিবাদী দু-পক্ষকেই সেদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hMszQs
October 17, 2017 at 11:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.