৩৬ তম বিসিএসে ২৩২৩ জনের জন্য সুপারিশ

সুরমা টাইমস ডেস্ক:: ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার (১৭ই অক্টোবর) বিকেলে এ ফল ঘোষণা করা হয়।
ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
তিনি বলেন, আজ ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৩২৩ জনকে সুপারিশ করা হয়েছে।এ ফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
পিএসসি সূত্রে জানা যায়, ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৫ সালের ৩১ মে। দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে প্রকাশিত এ পরীক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা হয় গত বছরের ৮ই জানুয়ারি। দুই লাখের বেশি চাকরিপ্রার্থী এতে অংশ নেন। এ ধাপে মাত্র ১৩ হাজার ৬৭৯ জন উত্তীর্ণ হন। আর তাদের দ্বিতীয় ধাপের তথা লিখিত পরীক্ষা হয় গত বছরের সেপ্টেম্বরে। এতে ১২ হাজার ৪৬৮ জন অংশ নেন। লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন পাস করেন। আর তৃতীয় ধাপ তথা মৌখিক পরীক্ষা চলতি বছরের ১২ই মার্চ থেকে শুরু হয়ে ৭ই জুন শেষ হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yQa3Sc

October 17, 2017 at 11:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top