নয়াদিল্লি, ২১ অক্টোবরঃ দিল্লিতে বন্ধু খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বাদল মণ্ডল। ওডিশার রাউরকেল্লা থেকে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। বাদল জানিয়েছে, ১০ অক্টোবর ফ্ল্যাটে বন্ধু বিপিনের সঙ্গে বসে মদ্যপান করছিল বাদল। সেইসময় দু’জনের মধ্যে কোনো বিষয়ে বচসা শুরু হয়। এরপরেই ধারাল অস্ত্র দিয়ে বিপিনকে কোপ মারতে থাকে বাদল। খুনের পর দেহ তিন টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে রাখে সে।
পুলিশের অনুমান, বাদলের স্ত্রীর সঙ্গে মৃত বিপিনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই এই ঘটনা। যদিও পুলিশের দাবি, রীতিমতো পরিকল্পনা করে বিপিনকে খুন করেছে বাদল। তারপরে রাউরকেল্লায় স্ত্রীর এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল সে।
গত ১৫ অক্টোবর দক্ষিণ দিল্লি মেহারউলিতে বাদল মণ্ডলের বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার হয় বন্ধু বিপিনচাঁদ যোশীর তিন টুকরো দেহ। এরপর বাদলের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gwD3Xy
October 21, 2017 at 12:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন