বিয়ে একটি স্বপ্নের বিষয় প্রতিটা নারীর জন্যই। একজন নারীর ছোট থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এই দিনটিকে ঘিরে থাকে নানা জল্পনা-কল্পনা। বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতার পাশাপাশি কনের পোশাকটি বিয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একজন সাধারণ নারী থেকে সেলিব্রেটি- সবাই নিজের বিয়ের পোশাকটি সম্পর্কে সচেতন থাকেন। বলা হয়, একজন নারীকে পৃথিবীর সবচেয়ে রূপসী লাগে বিয়ের কনের সাজে। আপনি জানেন কি আপনার প্রিয় তারকারা বিয়ের দিন কি পোশাক পরেছিলেন? কতই বা ছিল তাদের পোশাকের দাম? চলুন তবে জেনে নেওয়া যাক- পতৌদি পরিবারের পুত্রবধূ বলে কথা! নবাবী হালেই বিয়ে হয়েছে সাইফ-কারিনার। বিয়ের দিন তাই কারিনার পোশাক-আশাকে ছিল নবাব পরিবারের ঐতিহ্যের ছাপ। পতৌদি পরিবারের ঐতিহ্য মোতাবেক বিয়ের পোশাক হিসেবে ঘরারা বেছে নিয়েছিলেন তিনি। তার বিয়ের পোশাকটির মূল্য ছিল আনুমানিক ১০ লক্ষ টাকা। বলিউডের সবচেয়ে আলোচিত বিয়েটি ছিল অভিষেক-ঐশ্বরিয়ার। ২০০৭ সালে এই দুই তারকা মালা বদল করেন। ঐশ্বরিয়ার বিয়ের পোশাকটির ডিজাইন করেন খ্যতিমান ডিজাইনার নীতা লুল্লা, আবু জানি এবং সন্দীপ খোসলা। সোনার জরি দেওয়া হলুদ শাড়ি এবং কাঞ্জিভরমে অসাধরণ লাগছিল সাবেক এই বিশ্ব সুন্দরীকে। কত হতে পারে এই শাড়ির দাম, নিজেই অনুমান করে নিন! থাক অনুমান করতে হবে না, বলে দিচ্ছি তাদের বিয়ের পোশাকের দাম ছিল ৭৫ লাখ টাকা। ২০১৬ সালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন বাঙালি সুন্দরী বিপাশা বসু এবং টেলিভিশন অভিনেতা করণ সিং গ্রোভার। গত কয়েক বছরের মধ্যে এটি একটি অন্যতম আলোচিত বিয়ে। বিয়ের পুরো অনুষ্ঠান আয়োজিত হয় বাঙালিয়ানায়। বিপাশার পোশাকটি ডিজাইনের দায়িত্বে ছিলেন জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী। লাল রঙের শাড়ি এবং ভারি কুন্দনের জুয়েলারিতে কোন দেবীর চেয়ে কম লাগছিল না এই বলিউড ডিভাকে। তার শাড়ির দাম ছিল ২৫ লাখ টাকা। ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ২০০৯ সালে ভালোবেসে বিয়ে করেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সবচেয়ে ব্যয়বহুল বিয়ের মধ্যে শিল্পার বিয়েটি বহুল আলোচিত। তার এনগেজমেন্টের রিংটির মূল্য ছিল তিন কোটি টাকা। প্রায় আট হাজার ক্রিস্টাল খচিত বিয়ের লাল শাড়িটি ডিজাইনের দায়িত্বে ছিলেন তরুণ তেহলানি। খরচ পড়েছিল ৫০ লক্ষ টাকা। রেহনা হ্যায় তেরে দিল মে দিয়ে খ্যাতি পাওয়া বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ২০১৪ সালে বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা সাহিল সঙ্ঘকে। বিয়ের দিন তিনি পরেছিলেন স্বর্ণ খচিত একটি লেহেঙ্গা। মোঘল যুগের স্টাইলে তৈরি দিয়ার পোশাকটি ডিজাইন করেন ডিজাইনার রীতু কুমার, দাম পড়েছিল ১৫ লক্ষ টাকা। বহুদিন প্রেমের পর ২০১২ সালে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখের ছেলে অভিনেতা রীতেশ দেশমুখের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। মহারাষ্ট্র এবং খ্রিস্টান দুই রীতিতেই বিয়ে সম্পূর্ন করেন তারা। জেনেলিয়ার বিয়ের লাল শাড়িটি ডিজাইন করেন নীতা লুল্লা, আনুমানিক মূল্য ১৭ লক্ষ টাকা। ধর্মেন্দ্র-হেমা কন্যা এষা দেওল বিয়ে করেন ব্যবসায়ী ভারত তখতানিকে। জুহুর ইস্কন মন্দিরে এই বিয়ে সম্পূর্ণ করেন তারা। ড্রিম গার্ল কন্যা এষা বিয়ের দিন পরেছিলেন নীতা লুল্লার ডিজাইন করা তিন লক্ষ টাকার লাল কাঞ্জিভরম শাড়ি। সাথে ছিল হিরে এবং স্বর্ণের ভারি গহনা। সূত্রঃ আনন্দবাজার আর/১০:১৪/১৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l2AspZ
October 19, 2017 at 05:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top