বিমল গুরুংয়ের সঙ্গে জঙ্গি যোগ রয়েছেঃ ডিজি

শিলিগুড়ি ও বাগডোগরা, ১৮ অক্টোবরঃ বিমল গুরুংয়ের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে। তাই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। বুধবার পাহড়ের পরিস্থিতি পর্যালোচনা করে কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে এমনই ইঙ্গিত দিয়ে গেলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। কলকাতা ফেরার আগে এদিন শিলিগুড়িতে চিকিত্সাধীন এক পুলিশ কর্মীকে দেখতে যান রাজ্য পুলিশের প্রধান। পাহাড়ে শিরুবাড়িতে পুলিশের অপারেশনের সময় মোর্চার ছোড়া গুলিতে জখম হয়েছিলেন ওই পুলিশ কর্মী। বর্তমানে ওই পুলিশ কর্মীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উত্তরবঙ্গ সংবাদকে দেওয়া এক সাক্ষাত্কারে ডিজি বলেন, ‘পাহাড়ে আমাদের অফিসার অমিতাভ মালিক শহিদ হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই পাহাড়ের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পাহাড়ে এসেছিলাম।’

তিনি আরও বলেন, ‘পাহাড়ে ওই দিনের পুলিশের অভিযান সফল হয়েছে। প্রচুর পরিমাণে অস্ত্র, বারুদ উদ্ধার করা হয়েছে। এর থেকে স্পষ্ট যে বিমল এবং তার সঙ্গীদের সঙ্গে উত্তর-পূর্বের জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে। গোয়েন্দা সূত্রে এমনটাই জানা গিয়েছে। এর আগেও আমরা বিষয়টি জানতে পেরেছিলাম। আবারও এই ধরনের কার্যকলাপ শুরু হয়েছে।’

সংবাদদাতাঃ রাহুল মজুমদার

ছবিঃ খোকন সাহা



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yxATwS

October 18, 2017 at 10:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top