শীতের আগেই কুয়াশা এল রাজ্যে

কলকাতা, ১৬ অক্টোবরঃ শীত শুরুর আগেই বিভিন্ন জেলায় দাপট দেখাতে শুরু করল কুয়াশা। সোমবার বর্ধমান, মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ কুয়াশায় ঢেকে যায়।

কুয়াশার জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা একেবারে কমে গিয়েছিল। যার ফলে ভোরে যান চলাচল ব্যাহত হয়। বড় রাস্তায় যান চলাচলের গতি স্লথ হয়ে গিয়েছে।

সাধারণত শীতের আগেই এমন কুয়াশা দেখে অবাক সাধারণ মানুষ থেকে আবহাওয়াবিদেরা। মনে করা হচ্ছে, তাপমাত্রার পারদ কমতে থাকলে কুয়াশার দাপট আরও কিছুটা বাড়তে পারে।

মূলত দূষণের ফলেই এমন কুয়াশা আস্তরণ তৈরি হচ্ছে। বায়ুর মধ্যে জলীয় বাষ্প ও ধূলিকণা একসঙ্গে মিশে সাদা স্তর তৈরি করছে। সামনেই কালীপুজো। তার জেরে দূষণের মাত্রা বাড়ার পাশাপাশি বাড়তে পারে কুয়াশার দাপটও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2geScsI

October 16, 2017 at 03:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top