লন্ডন, ২৪ অক্টোবরঃ ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন লিয়েকে মার্টেন্স। এছাড়া বর্ষসেরা প্রশিক্ষকের খেতাব পেয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।
জাতীয় দলের অধিনায়ক, ম্যানেজার ও ক্রীড়া সাংবাদিকদের ভোটের ভিত্তিতে এই পুরষ্কারগুলো নির্ধারণ করা হয়। বর্ষসেরা খেলোয়াড় বা ‘ফিফা দা বেস্ট’-এর তালিকায় ছিল লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম।
রোনাল্ডোর বর্ষসেরা হওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে ২০১৬-১৭ সালে রেয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ানস লীগ ও লা লিগা জিতিয়েছেন। লা লিগায় তিনি একাই ২৫টি গোল করেছেন।
রোনাল্ডো ও মেসি দুজনেরই ৫ বার করে এ পুরষ্কার জেতা হলো। আর শ্রেষ্ঠ গোলদাতার পুরষ্কার পেয়েছেন অলিভিয়া জিরুড। তিনি গত জানুয়ারিতে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে তার আলোচিত ‘স্কর্পিয়ান কিক’-এর জন্য বিশেষভাবে প্রশংসিত।
ওদিকে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জুভেন্তাসের ইটালিয়ান গোলরক্ষক জানলুইজি বুফোঁ।
আবার রোনাল্ডোর মতোই চ্যাম্পিয়ানস লীগ ও লা লিগা জেতানোয় সেরা কোচের পুরষ্কার জিতলেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদান জিদান। এমনকি শ্রেষ্ঠ দলে বা ওয়ার্ল্ড ইলেভেনে সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদের পাঁচজন তারকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2lcgBEA
October 24, 2017 at 12:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন