হাউস্টন, ২৪ অক্টোবরঃ উত্তর টেক্সাসে নিখোঁজ ভারতীয় শিশুকন্যা শেরিন ম্যাথিউজের পালক পিতা ওয়েসলি ম্যাথিউজকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, মেয়ের নিখোঁজ হওয়ার ব্যাপারে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছেন তিনি।
অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে দত্তক নেওয়া ওই শিশুর প্রাথিমক পর্যায়ের শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছে, যার ফলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তাঁর জামিনের মূল্য ধরা হয়েছে ১০ লক্ষ মার্কিন ডলার।
পুলিশ অবশ্য জানায়নি, ওয়েসলির এখনকার বক্তব্য আগের চেয়ে কোথায় আলাদা হয়েছে।
শেরিনের ৪ বছর বয়সী দিদি অর্থাৎ ম্যাথিউজ দম্পত্তির বায়োলজিক্যাল সন্তানকে আপাতত ফস্টার কেয়ারে রাখা হয়েছে। এদিকে, ছোট মেয়ের দেহ পাওয়ার পরও বাইরে আসেনি পালক মা-বাবা। অবশেষে ২৩ অক্টোবর তারা আদালতে যায় তাদের বায়োলজিক্যাল সন্তানের কাস্টডি ফিরে পেতে। তবে আপাতত আদালত সেই শুনানি মুলতুবি রেখেছে ১৩ নভেম্বর পর্যন্ত। ম্যাথুজদের বড় মেয়ে ১৩ নভেম্বর পর্যন্ত থাকবে ফস্টার কেয়ারেই। রিচার্ডসন পুলিশের তরফে জানানো হয়েছে, বিচারকের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তিনি ওই মেয়ের দায়িত্ব ম্যাথুজদের পরিবারের অন্য সদস্যদের হাতে তুলে দেবেন কিনা।
উল্লেখ্য, ২২ অক্টোবর টেক্সাসে একটি কালভার্টের নীচ থেকে উদ্ধার হয়েছে একটি শিশুকন্যার দেহাংশ। পুলিশের ধারণা, দেহটি শেরিন ম্যাথিউজের। তবে সম্পূর্ণ তদন্তে না হওয়া পর্যন্ত এব্যপারে নিশ্চিত নয় পুলিশ। শিশুটির মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y0tkA9
October 24, 2017 at 01:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন