কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ::
সিলেট মৌলভীবাজারের কমলগঞ্জে রেলের লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন সুত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন এলাকা সংলগ্ন রেলের লেভের ক্রসিং-এ গোপালনগর এলাকায় ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩৫) মৃত্যু হয়। শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য দায়ের করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yXc5Pt

October 27, 2017 at 09:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top