দেবিদ্বারে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

দেবিদ্বার প্রতিনিধি ● বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে স্বাগত জানাতে আসা বিএনপি’র নেতাকর্মীদের সাথে যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির ৩৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭০/৮০জন সহ ১১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মেম্বার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, গত শনিবার (২৮ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে স্বাগত জানাতে দেবিদ্বার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ভানী,বরাগ এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নেয়। এসময় স্থানীয় যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদেও সাথে ধাওয়া-পাল্টাধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে উপজেলার ভানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মেম্বার বাদী হয়ে সোমবার রাতে দেবিদ্বার উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম তাজু, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রবিউল আউয়াল (সাইফুল) সহ ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনকে আসামী করে দেবিদ্বার থানায় এ মামলা দায়ের করেন। (মামলা নং-২৩/৩১০, তাং-৩০/১০/১৭ইং।)

মামলায় উল্লেখ করা হয়,- উপজেলার ভানী ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও কুমিল্লা উত্তর জেলা হকার্স লীগের যুগ্ম সাধারন সম্পাদক গাজী মোঃ আবদুল জলিল হোন্ডাযোগে উপজেলার রাজামেহার যাওয়ার পথে ইটাখলা নামক স্থানে পৌছলে বিবাদীগন তাদের উপর হামলা চালিয়ে তাদের আহত করেন এবং তাদের ব্যবহৃত দুইটি মটরসাইকেল পুড়িয়ে দেয়। পুলিশ সোমবার রাতেই উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম তাজুকে আটক করেন।

এদিকে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসাম মুন্সী জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে স্বাগত জানাতে আসা আমাদের নেতাকর্মীদের উপর পুলিশের সহযোগিতায় যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং আমাদের অনেক নেতাকর্মীকে আহত করে। ওই সময় তারা আমাদের নেতাকর্মীদের প্রায় ৭/৮টি মটরসাইকেল ভাংচুর করে। এখন মিথ্যা মামলা দায়ের করে আমাদের নেতাকর্মীদের হয়রানী করা হচ্ছে।

The post দেবিদ্বারে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2A4gUET

October 31, 2017 at 06:35PM
31 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top