বরুড়ায় যুবদলের ৩ নেতা কর্মী গ্রেফতার

বিএম মহসিন ● বরুড়ায় ৩০ অক্টোবর সোমবার রাতে ২০১৫ সালের পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বাড়ির বিস্ফোরণের মিথ্যা মামলায় যুবদলের ৩ নেতা কর্মী গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।

আটকৃতরা হলেন, পৌর এলাকার যুবদল নেতা জহির (৩২), শাহাদাৎ (৩০) রুবেল(২২)। পুলিশ মঙ্গলবার তাদেরকে জেল হাজতে প্রেরন করে। এ মামলায় এ পর্যন্ত পুলিশ ১১জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।

জানা যায়, ২০১৫ সালে বুধবার, ২৯ ডিসেম্বর বরুড়ায় পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র বাহাদুজ্জামান সীমানা প্রাচীরে রাত ৩টার দিকে কে বা কারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৯টি ওয়ার্ডের বিএনপির ১২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে বরুড়া থানায় মেয়র প্রার্থী বাহাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন।

এ বিষয়ে পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী কুমিল্লার বার্তা ডটকমকে বলেন, নির্বাচন সময়ে আমাদের কোনো নেতাকর্মী ককটেল বিস্ফোরণ ঘটায়নি। তখন নির্বাচনকে বানচাল করতে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হয়েছিলো।

The post বরুড়ায় যুবদলের ৩ নেতা কর্মী গ্রেফতার appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2xG1CVt

October 31, 2017 at 06:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top