কাশ্মীরে বিক্ষোভ সামলাতে নতুন গুলির ব্যবহার

কাশ্মীর, ৮ অক্টোবরঃ কাশ্মীরে বিক্ষোভ মোকাবিলায় নতুন কৌশল ভারতীয় সেনার। এবার থেকে ব্যবহার করা হবে প্লাস্টিক বুলেট। ইতিমধ্যেই সিআরপিএফ ২১ হাজার রাউন্ড প্লাস্টিক বুলেট পাঠিয়েছে ভূ-স্বর্গের বিক্ষোভ মোকাবিলায়, এমনটাই জানিয়েছেন পদস্থ আধিকারিকরা।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাহায্যে বুলেটটি তৈরি করেছে পুনের অর্ডিন্যান্স ফ্যাক্টরি। একে সিরিজের রাইফেলেও এই গুলি ভরা যাবে। প্যালেট গানের বিকল্প হিসেবেই ভাবা হয়েছে এই রবার বুলেটকে।

পরীক্ষায় দেখা গিয়েছে, নতুন ধরনের এই প্লাস্টিক বুলেটগুলি তুলনামূলক কম ক্ষতিকারক। রবারের বুলেট আসায় বিক্ষোভ মোকাবিলায় অন্য অস্ত্রের সঙ্গে প্যালেট গানের ব্যবহার কমবে বলে মনে করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yQbGvd

October 08, 2017 at 02:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top