ফের একসাথে স্কিন সেয়ার করবেন শাহরুখ-জুহি

মুম্বই, ৮ অক্টোবরঃ শাহরুখ খান এবং জুহি চাওলা কেমেস্ট্রি একসময় জাদু ছড়িয়েছে সিলভার স্ক্রিনে। একটা সময় ইন্ডাস্ট্রিকে একের পর এক বক্স অফিস হিট দিয়েছে এই জুটি। ফের তাঁরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলে খবর। বলিউড সূত্রে খবর, পরিচালক আনন্দ এল রাইয়ের পরের ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ। সেখানেই একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে জুহিকে। শোনা যাচ্ছে, এক সঙ্গে শুটিংও করেছেন তাঁরা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। এই ছবিতে শাহরুখ, জুহি ছাড়াও সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কইফ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xqQn2a

October 08, 2017 at 02:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top