নিজস্ব প্রতিবেদক ● চিকিৎসার পুরো টাকা স্কুল শিক্ষার্থী শাফার হাতে তুলে দিয়েছেন সৌদি প্রবাসী মিজানুর রহমান সুমন। শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ২০ লক্ষ টাকার চেক শাফার হাতে তুলেদেন তিনি। এসময় তিনি শাফার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সহায়তার মাধ্যমে তিনি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন যা বর্তমানে খুব কমই দেখা যায়।
কুমিল্লার বার্তা ডটকম ও কুমিল্লার জনপ্রিয় সাপ্তাহিক সময়ের দর্পন পত্রিকায় ‘এক প্রবাসীর আকুতি! সাফাকে বাচাঁতে এগিয়ে আসুন’ এমন শিরোনাম সংবাদ প্রকাশের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
এ সংবাদ সৌদি প্রবাসী মিজানুর রহমান সুমন দেখার সাথে সাথে শাফার চিকিৎসার পুরো টাকা দেয়ার ঘোষণা দেন। এ টাকা নিজে তার হাতে তুলে দিতে তিনি বৃহস্পতিবার বাংলাদেশে আসেন।
মিজানুর রহমান সুমন একজন সৌদি প্রবাসী ব্যাবসায়ী। বাড়ি জেলার মনোহরগঞ্জ উপজেলায়। এর আগেও তিনি অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
উল্লেখ্য, লাকসামে স্কুল ছাত্রী সাফা’র দুটি কিডনিই অকেজো। চলছে ডায়ালাইসিস। বর্তমানে সাফা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের সি ব্লকের ১৬ নম্বর বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার পিতা শফিকুল ইসলাম একজন কাতার প্রবাসী। তার বাড়ি লাকসাম উপজেলার রেল ষ্টেশন চিতোসী। সাফা লাকসাম পৌরসভার আল আমিন ইন্সটিটিউটে নবম শ্রেণীতে পড়ে।
The post ২০ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা দিলেন মিজানুর রহমান সুমন appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2yhkXzx
October 14, 2017 at 08:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন