মরন বাঁচন ম্যাচে আজ নামছে আর্জেন্টিনা

বুয়েনোস আইরেস, ৫ অক্টোবরঃ ভারতীয় সময় শুক্রবার ভোরে পেরুর মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। আগামী বছর রাশিয়া বিশ্বকাপে যেতে গেলে ম্যাচে জিততেই হবে মেসিদের। ফল অন্য রকম হলেই বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার স্বপ্ন ফিকে হতে পারে মেসিদের।

দশ দলের লাতিন আমেরিকা গ্রুপে এই মুহূর্তে আর্জেন্টিনার ২৪ পয়েন্টে রয়েছে। গ্রুপের প্রথম চার দল সরাসরি খেলবে রাশিয়ায়। মেসিরা এই মুহূর্তে রয়েছে পঞ্চম স্থানে। আর পঞ্চম দলকে ওসেনিয়া গ্রুপের দলের সঙ্গে প্লে-অফ খেলে যেতে হবে বিশ্বকাপে।

ফলে ঘরের মাঠে পেরু এবং তার পর অ্যাওয়ে ম্যাচে ইকুয়েডরকে হারালে বিশ্বকাপের টিকিট মিলতে পারে মেসিদের। ১৬ ম্যাচে পেরুর পয়েন্টও ২৪। গোল পার্থক্যে তারা রয়ে গিয়েছে শেষ চারে। আর্জেন্টিনার চেয়ে চিলি এক পয়েন্ট পিছনে রয়েছে। ফলে পেরুর বিরুদ্ধে জিতেও যদি আর্জেন্তিনা ইকুয়েডরের বিরুদ্ধে ড্র করে তা হলে নির্ভর করে থাকতে হবে চিলির উপর।

এরই মাঝে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে এ দিন বলিভিয়া রওনা হল ব্রাজিল। পেলের দেশ য়খন নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামছে, তখন মারাদোনার দেশের কাছে জেতা ছাড়া অন্য কোনও রাস্তা আর খোলা নেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y1hW5A

October 05, 2017 at 03:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top