বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সরাত ফারিয়া বলেন আমাকে ভুল বুঝছেন। আমি এমন কোনো মন্তব্য করিনি যার জন্য আজ আমাকে সরি বলতে হবে। সরি বলার প্রশ্নই আসে না।জাজের আজিজ ভাইয়ের কথায় দুই বছর পর উপস্থাপনা করতে গিয়েছিলাম । অনুষ্ঠানটির শুরু থেকে আজিজ ভাই আমাকে এবং মৌসুমী আপুকে গাইড করছিলেন। আজিজ ভাই বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমি হাত দিয়ে ইশারা না দেব ততক্ষণ পর্যন্ত তোমরা কথা বলতে থাকবে। কারণ সব অতিথি না অসা পর্যন্ত অনুষ্ঠানের মূল পর্ব শুরু করা যাবে না। তাই আমাকে এবং মৌসুমী আপুকে বিভিন্ন ভাবে অনুষ্ঠানটি এগিয়ে নিতে হয়েছে। আমরা দুজন সে অনুযায়ী অনেক মজাই হয়তো করেছি ওই দিন। তবে শাপলা মিডিয়ার কর্ণধার যে মন্তব্যের জন্য আমাকে দোষারোপ করছেন। চলচ্চিত্র ফোরামে থাকবেন না বলে হুমকি দিচ্ছেন। সেটা আসলেই ঠিক না। কারণ এমন কোনো মন্তব্য আমি করিনি। আশিকির নায়িকা আরো বলেন, চাইলে আপনারা সে দিনের ভিডিও ফুটেজ দেখতে পারেন। পুরো অনুষ্ঠানটির ভিডিও করেছেন জাজ মাল্টিমিডিয়া। তাদের কাছে আমার সেদিনের বক্তব্যের রেকর্ড রয়েছে। আমি নিজেও দেখেছি। তাতে একবারের জন্য এমন কোনো মন্তব্যের হদিস খুজে পায়নি। তথ্য প্রযুক্তির যুগ। প্রমাণ ছাড়া এই যুগে কথা বলাটাও পাগলামী। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের সহ সভাপতি এবং শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান রীতিমতো হুমকি দিয়েছেন তার বক্তব্যে। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন নুসরাত ফারিয়া সংবাদ সম্মেলন করে অথবা গণমাধ্যমে বিবৃতি দিয়ে তার বক্তব্য প্রত্যাহার না করলে ফোরামে থাকবেন না তিনি। ফোরাম ছেড়ে অন্য কোনো সংগঠনেও যাবেন না এই প্রযোজক। সেলিম খানের বক্তব্যে বলা হয়েছে, কোনো সংগঠনে না থেকেও চলচ্চিত্র প্রযোজনা করে যাবো নিয়মিতই। কারণ আমি একজন ব্যবসায়ী। এখানে ব্যবসা করতে এসছি। সংগঠন করে তিন নাম্বার লোকেদের কথা শুনতে আসিনি। এই প্রযোজক আরো বলেন, অনুষ্ঠানে উপস্থাপনার এক পর্যায়ে নুসরাত ফারিয়া বলেছেন, জাজ মাল্টিমিডিয়ার ইশারায় চলচ্চিত্র চলে। জাজ ছাড়া চলচ্চিত্র অচল। এতো বড় সাহস তার আসে কোথা থেকে? ফারিয়াকে আমি পরিস্কার ভাবে বলে দিতে চাই। আপনার জাজ বছরে যেকয়টা ছবি বানাবে আমি সেলিম খান তার থেকে দ্বিগুণ চলচ্চিত্র বানাবো ইনশাআল্লাহ। দেখি কি করে জাজের জন্য চলচ্চিত্র অচল হয়। উল্লেখ্য, গেল ২ অক্টোবর ঢাকা ক্লাবে নাসিরউদ্দিন দিলুকে সভাপতি এবং কাজী হায়াতকে সাধারণ সম্পাদক করে যাত্রা শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের। তবে শুরু দিনই কমিটিতে নাম না রাখা, মঞ্চে না ডাকা ও নুসরাত ফারিয়ার বক্তব্য আপত্তিকর বলে কমিটি ঘোষণার অনুষ্ঠান থেকে বেরিয়ে যান প্রযোজক সেলিম খান। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১০:১৪/০৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fTbyr5
October 05, 2017 at 09:45PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন