সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা রায়গঞ্জ হাসপাতালে

রায়গঞ্জ, ৩ অক্টোবরঃ সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বরে। মৃত শিশুর পরিবারের সূত্রে খবর, গতকাল সকালে হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি গ্ৰামের বাসিন্দা নারায়ণী রায় প্রসব যন্ত্রণা নিয়ে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভরতি হন। আজ ভোরের দিকে নারায়ণীদেবী একটি পুত্র সন্তানের জন্ম দেন। ঘণ্টা খানেক পর নারায়ণীদেবী ও তাঁর সদ্যোজাত পুত্র সন্তানকে নিয়ে লেবার রুম থেকে বের হয় হাসপাতালের এক আয়া মাসি। সেইসময় আচমকাই আয়া মাসির হাত থেকে ওই সদ্যোজাত শিশু মেঝেতে পড়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সদ্যোজাতের। ঘটনার খবর চাউর হতেই ব্যাপক উত্তেজনা শুরু হয় হাসপাতাল চত্বরে। হাসপাতাল সুপারের ঘরের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখায় মৃত সদ্যোজাতের পরিবারের লোকেরা। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল সুপার গৌতম কুমার মন্ডল বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্ৰহণ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xV5wMM

October 03, 2017 at 05:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top