ক্রিকেট তার কাছে নেশার মতো। যেখানে সহযোদ্ধারা এই বয়সে অবসরে গেছেন সেখানে তিনি কিনা মনের আনন্দে খেলে বেড়াচ্ছেন। বলছি চায়নাম্যান ব্র্যাড হগের কথা। বয়স ৪৬ চললেও কখনোই নাকি অবসরের চিন্তা তার মাথাতেই আসে না। আসল কথা হলো, তিনি কখনোই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাই দেবেন না! হগের মতে, বয়স তো একটি সংখ্যা মাত্র। তার চিন্তা, অস্ট্রেলিয়া দলে আবার ফেরা। নতুন করে কিছু দেখানো। যদিও এখন তিনি খেলছেন না, ধারাভাষ্য দিচ্ছেন। দিলেন ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে। তাও হাঁটুর ইনজুরির কারণে। তা না হলে কি তিনি কি আর বসে থাকার পাত্র? দেশে ফিরে আরেকবার কামব্যাক করতেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে ফার্স্ট ক্লাসে। ইনজুরি আসে যায়। ফর্ম থাকে হগের। আর বয়স? এ বিষয়ে হগ বলেন, আমি আমার বয়স নিয়ে মোটেই চিন্তিত না বন্ধু। এখনো আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলার চেষ্টা করছি। আমার মনে হয় না আমি কখণো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবো। কারণ, দেশের পক্ষে খেলা আমার জন্য গর্বের। আম আমি ভালো করতে পারলে কখনোই না বলবো না। হগের বয়স যখন ৪৪ তখন শেষ অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সেটি ২০১৪ বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে। বিগ ব্যাশের নিয়মিত খেলোয়াড়। গত বছরও খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিলে। প্রতিযোগিতামূলক আসরে পারফর্ম করে চলেছেন। কেন অবসর তাহলে? হগের কথাতেই শুনুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার খেলার সুযোগ পেলে আমি তা লুফে নেবো। কিন্তু আপনি অবসরে চলে গেলে পরে ফেরা কঠিন। এটা থেমে গেলে তো থেমেই গেলো। তাহল এ আর খেলার সুযোগ থাকবে না। আমি ভাগ্যবান যে এই বয়সেও খেলার ইচ্ছে আমার আছে। এটা ঘটুক বা না ঘটুক সেটা অন্য ব্যাপার। আমি হাল ছেড়ে দেইনি। হগের ক্যারিয়ারের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। ১৯৯৬ সালে তার আন্তর্জাতিক অভিষেক। ৭ টেস্টে ১৭ উইকেট বলার মতো নয়। তবে ১২৩ ওয়ানডেতে ১৫৬ উইকেট দারুণ বটে। আর ১৫ টি-টুয়েন্টিতে ৭ উইকেট। মোট টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ১৩৩টি। ঠিক ১৩৩ উইকেট তার। ফার্স্ট ক্লাস ম্যাচ ৯৯টি। উইকেট ১৮১টি। এআর/১৭:১৮/০৩ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xOI7Nr
October 03, 2017 at 11:15PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন